ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার ভোরে উখিয়া বালুখালী ৮ ডাব্লিউ ক্যাম্পে ও জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসব ঘটনা ঘটে।


রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল সংবাদমাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান,  বুধবার ভোরে উখিয়া বালুখালী ৮ ডাব্লিউ ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী মারা যান। নিহত ব্যক্তি আরসার কিলিং স্কোয়াডের সদস্য বলে জানান তিনি।


এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার একদল দুষ্কৃতিকারীর সঙ্গে আরেকদল সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি হয়। এ সময় আরসার সন্ত্রাসীরা আরাফাত নামে এক রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়।


উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি।

ads

Our Facebook Page